Header Ads

নমস্কার অর্থ কি?

নমস্কার অর্থ কি?

নমস্কার অর্থ কি?

উত্তরঃ নমস্কার বা নমস্তে অর্থাত্ "আমি আপনার অন্তঃস্থ ঈশ্বরকে আমি অন্তর দিয়ে অনুভব করছি ও সম্মান প্রদর্শন স্বরূপ তার কাছে মাথা নত করে প্রনতি জ্ঞাপন করছি"।তার মানে যখন আমরা কাওকে নমস্কার করছি সেটার অর্থ হল কারো অন্তরস্থ ভগবানকে প্রণাম করা। সকল সনাতন ধর্মালম্বীরা মনে প্রাণে বিশ্বাস করে যে এই বিশ্ব মহান স্রষ্টা সৃষ্টি করেছেন। প্রতিটি প্রানীর ভেতর স্বয়ং ঈশ্বর তার ভালোবাসার অংশস্বরুপ, আমাদের মাঝেই আত্মারুপে বিরাজ করেন মৃত্যুর পর ঈশ্বর আত্মা থেকে পরমাত্মায় মিশে যাবেন। ঈশ্বর এর প্রতিটি সৃষ্টির প্রতিটি প্রাণীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে হিন্দু ধর্মালম্বীরা সেই আদি ও এক সৃষ্টার প্রতি তাদের সম্মান প্রকাশ করে একজন মানুষের সামনে আরেকজন মানুষকে সেই সম্মান প্রদর্শন পূর্বক আমরা একে অন্যকে নমস্কার করে থাকি। সনাতন ধর্মালম্বীরা জীবসেবা বা প্রাণী সেবার মাধ্যমে তার মধ্য থাকা মহান স্রষ্টার অংশকে সম্মান দেখান নমস্কার বলে।

No comments

Powered by Blogger.
close