Header Ads

বাংলাদেশের পাহাড় পর্বত উপত্যকাসমূহ সাধারণ জ্ঞান

বাংলাদেশের পাহাড় পর্বত উপত্যকাসমূহ সাধারণ জ্ঞান

বাংলাদেশের পাহাড় পর্বত উপত্যকাসমূহ সাধারণ জ্ঞান

  • বাংলাদেশের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছে- প্লেটটেকনােনিক প্রক্রিয়ায়।
  • বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়- টারশিয়ারী যুগে।
  • বাংলাদেশের পাহাড় সমূহ- ভাঁজ বা ভঙ্গিল শ্রেণীর।
  • বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়- গারাে পাহাড়।
  • বাংলাদেশের পাহাড় সমূহের গড় উচ্চতা- ২০৫০ ফুট।
  • আলু টিলা পাহাড়- খাগড়াছড়িতে অবস্থিত।
  • লালমাই পাহাড়- কুমিল্লায় অবস্থিত।
  • ইউরেনিয়াম পাওয়া গেছে- কুলাউড়া পাহাড়ে।
  • কুলাউড়া পাহাড় অবস্থিত- মৌলভীবাজার জেলায়।
  • চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে- মারমা উপজাতি।
  • কালা পাহাড়’ বা ‘পাহাড়ের রাণী' বলা হয়- চিম্বুক পাহাড়কে (৩য় উচ্চতম)।
  • হিন্দুদের তীর্থ স্থানের জন্য বিখ্যাত- চন্দ্রনাথের পাহাড়।
  • বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম- তাজিংডং বা বিজয় বা মদক মুয়াল।
  • বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ- কেওক্রাডং।
  • কাপ্তাই লেক থেকে প্লাবিত রাঙ্গামাটির উপত্যকা হল- ভেঙ্গি জালি।
  • সাঙ্গু ভ্যালী অবস্থিত- চট্টগ্রামে।
  • হালদা ভ্যালী অবস্থিত- খাগড়াছড়িতে।
  • হাইলাইটস ও বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? - ২৬.০১ সেলসিয়াস।
  • বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত? - ১৮.৭২ সেলসিয়াস।
  • বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা কত? - ২৭.৮ সেলসিয়াস।
  • ও বাংলাদেশের বর্ষাকালের গড় তাপমাত্রা কত? - ২৬.৭ সেলসিয়াস।
  • বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত পরিমান কত? - ২০৩ সেঃমিঃ।
  • ও বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়? - সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)।
  • বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়? - নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)।
  • বাংলাদেশের উঞ্চতম স্থানের নাম কি? - নাটোরের লালপুরে।
  • ও বাংলাদেশের উঞ্চতম জেলা কোনটি? - রাজশাহী।
  • বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? - শ্রীমঙ্গল।
  • ও বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? - সিলেট।
  • বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে? - কর্কটক্রান্তি রেখা।
  • রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত? - ৬ ঘন্টা।
  • ও বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? - এপ্রিল।
  • বাংলাদেশের শীতলতম মাস কোনটি? - জানুয়ারী।
  • বাংলাদেশের জলবায়ু কিরূপ? - নাতিশীতােষ্ণ।
    • বাংলাদেশের জলবায়ূ কি নামে পরিচিত? - বিষুবীয়।
    • বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীনে? - প্রতিরক্ষা মন্ত্রনালয়ের
    • SPARSO - কোন মন্ত্রনালয়ের অধীনে? - প্রতিরক্ষা মন্ত্রনালয়ের। 
আরও পড়ুন : বাংলাদেশ ভূ-উপগ্রহ কেন্দ্র সাধারণ জ্ঞান

No comments

Powered by Blogger.
close