মুজিবশতবর্ষ সাধারণ জ্ঞান
- মুজিব বর্ষঃ ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত।
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের ১০০ দিনের ক্ষণগননা হয় ১০ জানুয়ারি, ২০২০ সালে।
- ১০ জানুয়ারি, ১৯৭২ সাল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
- ইউনেস্কোর ৪০ তম সাধারন অধিবেশনে মুজিব বর্ষ পালনের সিন্ধান্ত পাস হয়।
- ইউনেস্কোর বর্তমান সদস্য ১৯৩ টি রাষ্ট্র মুজিববর্ষ পালন করবে।
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ, ২০২১ সাল।
- সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতাে ৭ম ব্যাংক নােট বাজারে ছাড়া হয়। যা ২০০ টাকা। মূল্যমানের নােট।
- mujib1oo.gov.bd নামক ওয়েবসাইটে মুজিব বর্ষের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- মুজিব বর্ষের লােগাের ডিজাইনার – সব্যসাচী হাজরা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবরের সবচেয়ে বড় ভাস্কর্য স্থাপিত হয়েছে চট্টগ্রাম মহানগরীর হালিশহরের মােড়ে।
- বেদিসহ এ ভাস্কর্যের উচ্চতা ২৬.৫ ফুট। যার নাম রাখা হয়েছে “বজ্রকণ্ঠ”।
- বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তিন ধরনের মন্তব্য খাতা রাখা হয়েছে।
- বঙ্গবন্ধু কে নিয়ে ‘মুজিব ভাই' বইটি লেখেন এবিএম মুসা।
- বঙ্গবন্ধুর খুনী মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয় ১২ এপ্রিল, ২০২০
- অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু কে।
- মুজিববর্ষ উপলক্ষে ১লা মার্চ জাতীয় বীমা দিবস ঘােষণা করা হয়েছে।
- বঙ্গবন্ধু মান মন্দির নির্মিত হবে ফরিদপুরের ভাঙ্গায়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে স্থাপিত বঙ্গবন্ধু চেয়ার পদে ১ বছরের জন্য নিয়ােগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।
- বঙ্গবন্ধুর বায়ােপিকের চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি এবং পরিচালনায় শ্যাম বেনেগাল।
- মুজিববর্ষকে স্মরণ করে বিপিএল এর ৭ম আসরের নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু বিপিএল'।
- মুজিব বর্ষে স্লোগান হল: 'মুজিব বর্ষে প্রতিশ্রুতি, আর্থিক খাতের অগ্রগতি'।
- মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সম্মানসূচক।
- ‘ডক্টরসঅব লজ' (মরণােত্তর) ডিগ্রী দেওয়া হবে।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আনােয়ারুল করিম চৌধুরী বঙ্গবন্ধু কে 'Friends of the world' বা 'বিশ্ব হিসেবে আখ্যায়িত করেছে।
আরও পড়ুন :
অপরাজেয় বাংলা সাধারণ জ্ঞান
No comments