চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল সাধারণ জ্ঞান
- শূন্য (০) সংখ্যাটির জনক –আৰ্য্যভট্ট।
- পরম তাপমাত্রায় গ্যাসের আয়তন – 0 (শূন্য)।
- ভ্যাকিউয়ামে বা শূন্য মাধ্যমে শব্দের বেগ – 0 (শূন্য) ।
- সেলসিয়াস স্কেলে বরফের গলনাংক – 0 (শূন্য)।
- প্রমাণ তাপমাত্রা হচ্ছে - 0° c বা ২৭৩ K তাপমাত্রা।
- পরম শূন্য তাপমাত্রা হচ্ছে – 0 K বা -২৭৩°C তাপমাত্রা।
- পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন – 0 N (শূন্য নিউটন)।
- পৃথিবীর বিভব – 0 (শূন্য)।
- সুইডেনের জনসংখ্যা বৃদ্ধির হার – 0 (শূন্য) [এজন্য সুইডেনকে জিরাে পপুলেশন দেশ বলা হয়] ।
- সেলসিয়াস স্কেলে বরফের গলনাংক – 0°C.
- পৃথিবীর কেন্দ্রে g এর মান – 0 (শূন্য)।
- গ্রীনিচের দ্রাঘিমা – 0° (শূন্য ডিগ্রি)।
- মূল মধ্যরেখার মান – 0° (শূন্য ডিগ্রি)।
- শূন্য ছাড়া যে কোনাে সংখ্যার ঘাত শূন্য (a°/10°/100°) হলে তার মান হবে -১ স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে –১ (১ কে মৌলিক সংখ্যা ধরা হয় না)।
- দুটি সংখ্যার ভেতর ১ ছাড়া অন্য কোনাে সাধারন গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু হবে –১ জোড় মৌলিক সংখ্যা –১ টি (সেটি হল ২)।
- ২ টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যাবে –১ টি।
- নিলীন বর্ণ / বিলীন বর্ণ (যার সংক্ষিপ্ত রূপ নেই) -১ টি (অ)।
- অ্যামিবা, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া রােগের জীবাণু ইত্যাদিতে কোষ থাকে -১ টি (এরা এককোষী)।
- মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল –১ নং সেক্টর (চট্টগ্রামকে ১২ আউলিয়ার দেশ বলা হয়)।
- বিশ্ব এইডস দিবস / মুক্তিযােদ্ধা দিবস –১ ডিসেম্বর।
- পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে –১ জানুয়ারি।
- পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদের ১ নং আসন।
- G-৪ ভুক্ত এশীয় দেশ –১ টি (জাপান)।
- OPEC ভুক্ত অ-আরব দেশ –১ টি (ইরান)।
- ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে –১ টি (পদ্ম / গঙ্গা)।
- ইউরেশিয়ান রাষ্ট্র -১ টি (তুরস্ক, এটি ইউরােপ এবং এশিয়া উভয় মহাদেশেই অবস্থিত)।
- বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী –১ টি (কুলিখ)।
- বাংলাদেশে ভারত এবং মায়ানমার উভয় দেশের সীমান্ত বেষ্টিত জেলা রয়েছে - ১টি (রাঙামাটি)।
- দেশের পাহাড়ি আদিবাসী বা উপজাতি বীর বিক্রমের সংখ্যা –১ জন (ইউ কে চিং)।
- বাংলাদেশে তেল শােধনাগার আছে –১ টি (ইস্টার্ন রিফাইনারী লিমিটেড)।
- বাংলাদেশে পুলিশ একাডেমি আছে –১ টি (সারদা পুলিশ একাডেমি, রাজশাহী)।
- বাংলাদেশে পােস্টাল একাডেমি আছে –১ টি (রাজশাহীতে)
- আমাদের দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে –১ টি (পাবনা মানসিক হাসপাতাল)।
- নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল -১ মাস।
- বাংলাদেশে আইনসভা –১ কক্ষবিশিষ্ট আইনসভা।
- বাচ্চা জন্মের পর শালদুধ খাওয়ানাে হয় ১ ঘন্টার ভেতর।
- মানুষের লিঙ্গ নির্ধারণী ক্রোমােসােমের (সেক্স ক্রোমােসােম) সংখ্যা –১ জোড়া (X & Y)।
- বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা —১.০১ মিলিগ্রাম / লিটার।
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি।
- সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় -১.৩ মিলিয়ন গুণ।
- আলাের গতিতে চললে পৃথিবী হতে চাঁদে যেতে সময় লাগবে –১.৫ সেকেন্ড (প্রায়)।
- শুষ্ক কোষ বা ড্রাইসেলে ব্যাটারির বিদ্যুৎ চালক বল –১.৫ ভােল্ট।
- একজন মানুষ গড়ে প্রতিদিন মূত্র ত্যাগ করে –১.৫ লিটার।
- ১ কিলােগ্রাম বা কেজি -১.০৭ সের।
- বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ –০.০০০১% মানুষের দর্শনাভূতির স্থায়িত্বকাল হল –০.১ সেকেন্ড।
- কোন শব্দ শুনার পর আমাদের মস্তিষ্কে এর রেশ থাকে -০১ সেকেন্ড।
- WHO এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা –০.০১ মিগ্রা/লি:।
- জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার –০.০১ শতাংশ।
- বাংলাদেশের কৃষিদিবস -১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর)।
আরও পড়ুন :
মুর্জিবতবর্ষ সাধারণ জ্ঞান
No comments