স্থাপত্য ও ভাস্কর্য সাধারণ জ্ঞান
- শিখা চিরন্তন কোথায়? - সােহরাওয়ার্দী উদ্যানে।
- " জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? - সৈয়দ মাইনুল হােসেন।
- " ‘অপরাজেয় বাংলা' কবে উদ্বোধন করা হয়? - ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।)
- কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে? - বব বুই।
- জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? - লুই কান।
- বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি কে? - ফজলুল রহমান খান (এফ আর খান)।
- বাংলাদেশের প্রখ্যাত কাঠখােদাই শিল্পী কে? - অলক রায়।
- কোন স্থপত্যটি 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত? - সাভার জাতীয় স্মৃতিসৌধ।
- বাংলাদেশের কোন ভাস্কর্য ১৯৮৮ সালে সিউল অলিম্পিক পার্কে স্থান করে নিয়েছিল? - | স্টেপস।
- স্টেপস'-এর ভাস্কর কে? - হামিদুজ্জামান খান।
- জাতীয় স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? – ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে। | (ভিত্তি প্রস্তর স্থাপন-১৬ ডিসেম্বর ১৯৭২)।
- বার্সলােনা অলিম্পিকে কোন বাংলাদেশী শিল্পীর শিল্পকর্ম স্থান পায়? - শাহাবুদ্দিন।
- হামিদুজ্জামান খানের বিখ্যাত ভাস্কর্য 'সংশপ্তক' কোথায় অবস্থিত? - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
- জাতীয় জাদুঘরের স্থপতি কে? - মােস্তফা কামাল।
- জাতীয় শিশুপার্কের স্থপতি কে? - সামছুল ওয়ারেছ।
- বােটানিক্যাল গার্ডেনের স্থপতি কে? - সামছুল ওয়ারেছ।
- জাতীয় মসজিদ বায়তুল মােকাররমের স্থপতি কে? - আবুল হােসেন মােঃ যারিয়ানী।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরের ভাস্কর্য অপরাজেয় বাংলার স্থপতি কে? - আবদুল্লাহ খালেদ।
- 'অপরাজেয় বাংলা' কবে উদ্বোধন করা হয়? - ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে? - লারােস।
- শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্য কোনটি? - অপরাজেয় বাংলা।
- শিখা অনির্বাণ কোথায়? - ঢাকা সেনানিবাসে।
- 'অপরাজেয় বাংলা' কত সালে নির্মাণ করা হয়? - ১৯৭৪ সালে কাজ শুরু করে ১৯৭৫-এর পট পরিবর্তনের পর কিছুদিন বন্ধ থেকে ১৯৭৮ সালে পুনরায় কাজ শুরু হয়।
- ‘স্বােপার্জিত স্বাধীনতা’য় কী কী শ্লোগান রয়েছে? - মুক্তিযুদ্ধের চেতনায় আবার তােরা মানুষ হ, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কৃষক শ্রমিক জনতা এক হও, নিঃশেষ প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতা তুমি মুক্তির কথা বলাে।
- বাংলা একাডেমীর দেয়ালে 'মুরাল চিত্রের বিষয় কী? - '৫২ থেকে '৭১-এর ইতিহাস। ডিজাইনার-শামীমুর রহমান নির্মাতা প্রতিষ্ঠান-প্রিমেটিক।
- কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা লিখিত ভাস্কর্য কোনটি? - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'সাবাস বাংলাদেশ'।
- রােকেয়া হলের ভেতর নির্মিত ‘বেগম রােকেয়ার ভাস্কর্য নির্মাণ করেন? - হামিদুজ্জামান খান (উচ্চতা ১৩ ফুট)।
- বগুড়া শহরের সাত মাথায় অবস্থিত মুক্তিযােদ্ধা ভাস্কর্যটির শিল্পী কে? - শিল্পী দুলাল।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থপতি কে? - পল রুডলফ।
- প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থপতি কে? - খায়রুল ইসলাম।
আরও পড়ুন :
বাংলাদেশের স্থাপত্য নিদর্শনসমূহ সাধারণ জ্ঞান
No comments