বাংলাদেশের স্থাপত্য নিদর্শনসমূহ সাধারণ জ্ঞান
- বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান- ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ।
- কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান।
- কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়- ২৩ জানুয়ারি ১৯৫২।
- কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধক- শহীদ শফিউর রহমানের পিতা।
- শহীদ মিনার প্রথম উদ্বোধন করা হয়- ২৪ ফেব্রুয়ারি ১৯৫২।
- জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত- সাভারে।
- জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি সৈয়দ মাইনুল হােসেন।
- জাতীয় স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করা হয়- ১৬ই ডিসেম্বর ১৯৭২।
- জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ।
- জাতীয় স্মৃতিসৌধ এর উচ্চতা- ১৫০ ফুট।
- জাতীয় স্মৃতিসৌধ এর ফলক সংখ্যা- ৭টি।
- মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স- মেহেরপুর জেলায় অবস্থিত।
- মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্থপতি- তানবীর কবির।
- মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্তম্ভ সংখ্যা- ২৩টি।
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান- মিরপুর, ঢাকা।
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি মােস্তফা হারুন কুদুস হিলি।
- ৫ রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ অবস্থিত- রায়ের বাজার, ধানমন্ডি। এর স্থপতি- ফরিদউদ্দীন আহমেদ ও জামি আল শফি।
- জাগ্রত চৌরঙ্গী অবস্থিত- জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর।
- ২৫ জাগ্রত চৌরঙ্গী এর ভাস্কর- আব্দুর রাজ্জাক।।
- অপরাজেয় বাংলা অবস্থিত- কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় । এর ভাস্কর- সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
- স্বােপার্জিত স্বাধীনতা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত।
- ২৫ স্বােপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি- শামীম শিকদার।
- শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি ভাস্কর-নিতুন কুণ্ড।
- 'সংশপ্তক' ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ' সংশপ্তক' ভাস্কর্যটির ভাস্কর- হামিদুজ্জামান খান।
- 'স্মারক ভাস্কর্য' টি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- 'স্মারক ভাস্কর্যটির স্থপতি- মতুর্জা বশীর।
- মুক্ত বাংলা' ভাস্কর্যটি অবস্থিত- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
- মুক্ত বাংলা' ভাস্কর্যটি ভাস্কর- রশীদ আহমদ।
- "অমর একুশে' ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ৫ গােল্ডেন জুবিলী টাওয়ার- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- বিজয় '৭১ এর অবস্থান- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
- বিজয় '৭১ এর ভাস্কর্য- শ্যামল চৌধুরী।
- 'যুদ্ধভাসান’ ভাস্কর্যটি- কুমিল্লায় অবস্থিত।
- দেশের সর্বোচ্চ শহীদ মিনারটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- দেশের এই সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি রবিউল হুসাইন।
- 'মােদের গরব' ভাস্কর্যটির অবস্থান- বাংলা একাডেমী চত্বর।
- মােদের গরব ভাস্কর্যটি ভাস্কর- অখিল পাল।
- স্থাপত্য/ভাস্কর্য/স্মৃতিসৌধ অবস্থান স্থপতি/ভাস্কর
- জাতীয় স্মৃতিসৌধ-সাভার-সৈয়দ মাইনুল হােসেন
- মুজিব নগর স্মৃতিসৌধ মেহেরপুর তানভীর কবির
- অপরাজেয় বাংলা ঢাবি কলাভবন সৈয়দ আব্দুল্লাহ খালেদ
- কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিক্যাল সংলগ্ন হামিদুর রহমান
- জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুর চৌরাস্তা আব্দুর রাজ্জাক
- ৫ স্বােপার্জিত স্বাধীনতা ঢাবি টিএসসি চত্বর শামীম শিকদার
- বিজয় উল্লাস আনােয়ার পাশা ভবন ঢাবি শামীম শিকদার
- স্বাধীনতা সংগ্রাম উলার রােড, ঢাবি শামীম শিকদার
- সােনার বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয় ময়মনসিংহ শ্যামল চৌধুরী
- বিজয় '৭১ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ খন্দকার বদরুল ইসলাম নান্নু।
- অংশুমান (জনতার রায়) রংপুর অনীক রেজা।
- কমলাপুর রেল স্টেশন কমলাপুর, ঢাকা বব বুই
- তিন নেতার মাজার সােহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণে মাসুদ আহমেদ
- দুর্জয় রাজারবাগ, ঢাকা মৃণাল হক
- দুরন্ত শিশু একাডেমী, ঢাকা সুলতানুল ইসলাম
- সংগ্রাম সােনারগাঁও নারায়ণগঞ্জ জয়নুল আবেদীন
- বিজয় বিহঙ্গ আমতলা, বরিশাল হামিদুজ্জামান ও আমিনুল হাসান লিটু
- স্বাধীনতা ভাষা ইন্সটিটিউট সেগুনবাগিচা, ঢাকা
- রক্ত সােপান রাজেন্দ্রপুর সেনানিবাস
- বীরের প্রত্যাবর্তন বাডড়া, ঢাকা সুদীপ্ত রায়
- প্রত্যাশা ফুলবাড়িয়া, ঢাকা, মৃণাল হক
- প্রতিরােধ মাসদাইর, নারায়ণগঞ্জ মৃণাল হক
- চির দুর্জয় রাজারবাগ, ঢাকা মৃণাল হক
- স্বাধীনতার ডাক গগনবাড়ী, সাভার হীল উৎপল কর
আরও পড়ুন :
বাংলাদেশের ভৌগলিক প্রতীকী নাম সমূহ সাধারণ জ্ঞান
No comments