Header Ads

জাতীয় স্মৃতিসৌধ সাধারণ জ্ঞান

জাতীয় স্মৃতিসৌধ সাধারণ জ্ঞান

জাতীয় স্মৃতিসৌধ সাধারণ জ্ঞান

  • স্থপতি সৈয়দ মাইনুল হােসেন (মৃত্যু : ১০ নভেম্বর ২০১৪খ্রি.)
  • অবস্থান : ঢাকার সন্নিকটে সাভারের নবীনগরে।
  • নির্মাণ উদ্দেশ্য : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নিহতদের স্মৃতির উদ্দেশ্যে।
  • ভিত্তিপ্রস্তর :১৬ ডিসেম্বর ১৯৭২ (বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান)।
  • উদ্বোধন জেনারেল হুসাইন মুহম্মদ এরশাদ (১৬ ডিসেম্বর ১৯৮২)।
  • ফলক :৭টি। উচ্চতা :১৫০ ফুট বা ৪৬.৫ মিটার। (৪৬ মিটার উকিপিডিয়া)
  • অপর নাম : সম্মিলিত প্রয়াস।
  • জায়গার আয়তন :১০৮ একর (৪৪ হেক্টর)।
  • সামনে গণকবর রয়েছে :১৪টি।
  • ৭টি ফলকের বৈশিষ্ট্য : জাতীয় স্মৃতিসৌধের সাতটি ফলক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৭টি পর্যায়ের রূপক নির্দেশক।
  • পর্যায়গুলাে হলােপ্রথম : ১৯৫২ এর ঐতিহাসিক ভাষা আন্দোলন।
  • দ্বিতীয় : ১৯৫৪ এর যুক্তফ্রন্টের নির্বাচনের সাফল্য।
  • তৃতীয়: হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে এবং ৫৮ এর সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন।
  • চতুর্থ :১৯৬২ এর ছাত্র-আন্দোলন এবং ৫৮ এর সামরিক শাসনের বিরুদ্ধে।
  • পঞ্চম :১৯৬৬ এর ছয়দফা।
  • ষষ্ঠ :১৯৬৯ এর গণঅভ্যুত্থান।
  • সপ্তম : ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বিজয়। 
 আরও পড়ুন : কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণ জ্ঞান

No comments

Powered by Blogger.
close