বাংলাদেশের মাটি ও ভূ-প্রকৃতি সাধারণ জ্ঞান
বাংলাদেশের মাটি ও ভূ-প্রকৃতি সাধারণ জ্ঞান
- বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রয়েছে- এলুমিনিয়াম।
- বাংলাদেশের মাটিতে যে খনিজ পদার্থের অভাব রয়েছে- দস্তা ও গন্ধক।
- বাংলাদেশের মাটিকে প্রকৃতি ও রাসায়নিক গঠনের উপর ভিত্তিকরে- ৫ ভাগে ভাগ করা যায়।
- পীত মাটি পাওয়া যায়- ফরিদপুরে।
- বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত- ঢাকায়।
- হিউমাস মাটির কি উপকার করে- উর্বরতা বৃদ্ধি করে।
- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাটির অনুর্বরতার কারণ- লবণাক্ততা।
- পাহাড়ি মাটি- অম্ল প্রকৃতির।
- সবচেয়ে উর্বর মাটি পলিমাটি বা পলল গঠিত মাটি।
- ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে- ৩ ভাগে ভাগ করা হয়েছে।
- বাংলাদেশের পাহাড় সমূহের ভূমিরূপ- টারশিয়ারী যুগের।
- প্লাবন সমভূমি থেকে বরেন্দ্র ভূমির উচ্চতা- ৬-১২ মিটার।
- বরেন্দ্রভূমি বলা হয়- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অংশকে।
- বরেন্দ্র ভূমির মাটির রং- ধূসর ও লাল বর্ণের।
- সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়- টারশিয়ারী যুগের পাহাড়
- ভাওয়ালের গড় অঞ্চল- গাজীপুর জেলায় অবস্থিত।
- মধুপুর অবস্থিত- টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়।
- মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং- লালচে ও ধূসর।
- সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের উচ্চতা- ৩০ মিটার।
- ঢাকার প্রতিপাদ্য স্থান- চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
- কক্সবাজার সমুদ্র সৈকতের ভূ-প্রকৃতি- বালুকাময়।
আরও পড়ুন : বাংলাদেশের ছিটমহল ও সীমান্তবর্তী স্থানসমূহ সাধারণ জ্ঞান
No comments