ক্রায়াে সার্জারি কি, এটি কেনো ব্যবহার করা হয়? (Cryosurgery)
ক্রায়াে সার্জারি কি, এটি কেনো ব্যবহার করা হয়? (Cryosurgery)
ক্যান্সার বর্তমান বিশ্বের একটি ক্রমবর্ধমান সমস্যা। সকল প্রকার উন্নত প্রযুক্তি ব্যবহারের পরও এর সুনির্দিষ্ট কোনাে প্রতিকার নেই। ক্যান্সার বিভিন্ন ধরনের হয়ে থাকে | ক্যান্সার এর অনেক প্রকার চিকিৎসা পদ্ধতি রয়েছে এগুলাের সব কটিরই আবার বিধ্বংসী পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এগুলাের মধ্যে রয়েছে অপারেশন করে অপসারণ, কেমােথেরাপি, বিকিরণ চিকিৎসা (Radiation treatement), হাইপারথারমিয়া (Hyperthermia), ক্যান্সার | চিকিৎসায় আরাে একটি পদ্ধতি রয়েছে যার নাম হলাে ক্রায়ােসার্জারি (Cryosurgery).
ক্রায়ােসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। অত্যন্ত কম তাপমাত্রায় আক্রান্ত টিস্যুতে নাইট্রোজেন প্রয়ােগ করা হয় যাতে কোষগুলাে ধ্বংস হয়ে যায়। এটি | একটি সাধারণ এবং জনপ্রিয় পদ্ধতি। কারণ এ পদ্ধতি সহজ, কার্যকর এবং কম খরচ। ক্রায়ােসার্জারির জন্য রােগীর তেমন কোনাে পূর্ব প্রস্তুতির প্রয়ােজন হয় না, তবে ব্যথার প্রতি অতি সংবেদনশীল রােগীদের ৩০-৯০ মিনিট পূর্বে ব্যথানাশক (Numbing Cream) ক্রিম ব্যবহার করা যেতে পারে। এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলাে এতে ঝুঁকি কম এবং সময় অনেক কম লাগে। তরল নাইট্রোজেন কটন, স্প্রে বা মেটাল প্রােব ব্যবহার করে আক্রান্ত টিস্যুতে ৩০ সেকেন্ডের জন্য প্রয়ােগ করা হয়। অধিকতর আক্রান্তের ক্ষেত্রে ৬০ সেকেন্ড পর্যন্ত প্রয়ােগ করা যেতে পারে। প্রয়ােগকৃত স্থানে বরফের কারণে সাদা হয়ে যায়, কারণ তরল নাইট্রোজেন অত্যন্ত ঠাণ্ডা। বেশিরভাগ রােগীর ক্ষেত্রেই তারা সামান্য অস্থায়ী ব্যথা এবং কম্পন অনুভব করে।
ক্রায়ােসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। অত্যন্ত কম তাপমাত্রায় আক্রান্ত টিস্যুতে নাইট্রোজেন প্রয়ােগ করা হয় যাতে কোষগুলাে ধ্বংস হয়ে যায়। এটি | একটি সাধারণ এবং জনপ্রিয় পদ্ধতি। কারণ এ পদ্ধতি সহজ, কার্যকর এবং কম খরচ। ক্রায়ােসার্জারির জন্য রােগীর তেমন কোনাে পূর্ব প্রস্তুতির প্রয়ােজন হয় না, তবে ব্যথার প্রতি অতি সংবেদনশীল রােগীদের ৩০-৯০ মিনিট পূর্বে ব্যথানাশক (Numbing Cream) ক্রিম ব্যবহার করা যেতে পারে। এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলাে এতে ঝুঁকি কম এবং সময় অনেক কম লাগে। তরল নাইট্রোজেন কটন, স্প্রে বা মেটাল প্রােব ব্যবহার করে আক্রান্ত টিস্যুতে ৩০ সেকেন্ডের জন্য প্রয়ােগ করা হয়। অধিকতর আক্রান্তের ক্ষেত্রে ৬০ সেকেন্ড পর্যন্ত প্রয়ােগ করা যেতে পারে। প্রয়ােগকৃত স্থানে বরফের কারণে সাদা হয়ে যায়, কারণ তরল নাইট্রোজেন অত্যন্ত ঠাণ্ডা। বেশিরভাগ রােগীর ক্ষেত্রেই তারা সামান্য অস্থায়ী ব্যথা এবং কম্পন অনুভব করে।
যে ধরণের ক্যান্সারের ক্ষেত্রে ক্রায়ােসার্জারি প্রয়ােগ করা হয়ে থাকে।
- skin tumors
- pre-cancerous skin moles
- nodules
- skin tags.
- unsightly freckles.
- retinoblastomas, a childhood cancer of the retina
- prostate, liver, and cervical cancers, especially if surgical resection is not possible.
ক্রায়ােসার্জারিতে যে ধরণের যন্ত্রপাতি প্রয়ােজন হয়
- আলট্রা সাউন্ড (ultrasound)
- কম্পিউটেড টমােগ্রাফি বা ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজ
- (computed tomography (CT) or magnetic resonance
- (MR) imaging)
- কটন বাট / স্প্রে ডিভাইস (a cotton swab or spray device)
- ক্রায়ােপ্রােব (cryoprobe) • ব্রঞ্জোস্কোপ (bronchoscope)
No comments