Header Ads

বাংলাদেশের ছিটমহল ও সীমান্তবর্তী স্থানসমূহ সাধারণ জ্ঞান

বাংলাদেশের ছিটমহল ও সীমান্তবর্তী স্থানসমূহ সাধারণ জ্ঞান

বাংলাদেশের ছিটমহল ও সীমান্তবর্তী স্থানসমূহ সাধারণ জ্ঞান

বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধি।
বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়- ১৬মে ১৯৭৪ (নয়াদিল্লী)।
বাংলাদেশের সব কটি ছিট মহল- ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত।
ছিটমহল সংক্রান্ত ‘মুজিব-ইন্দিরা চুক্তি ১৯৭৪' এর বিষয় বস্তু নিজ ভিটায় বসবাস।
তিন বিঘা করিডাের' এর বিনিময়ে বাংলাদেশ ভারতকে দেয়- বেরু বাড়ী ছিটমহল। 

ভারত বাংলাদেশের জন্য তিন বিঘা করিডাের খুলে দেয়- ২৬ জুন ১৯৯২ সালে।
বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল আছে- ১১১টি।
ভারতের ভিতর বাংলাদেশের ছিট মহল আছে- ৫১টি।
ভারত ও বাংলাদেশের ছিটমহলগুলাে নির্ধারণ করা হয়- ‘যাড ক্লিফ কমিশন' অনুসারে।
ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের লালমনির হাট জেলায় (৫৯টি)।
বাংলাদেশের সাথে ভারতের- ৫টি রাজ্যের সীমান্ত আছে।।
বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযােগ রয়েছে- ভারত ও মিয়ানমার।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি জেলার যৌথ সীমান্ত রয়েছে কোন জেলায়- রাঙ্গামাটি জেলায়।
ভারত কর্তৃক দখলকৃত ‘পদুয়া' নামক স্থানটি- সিলেট সীমান্তে অবস্থিত।
বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযােগ নেই।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত কমিটির নাম-JBWF (Joint Boundary working Groups)
বাংলাদেশ ও ভারতের মধ্যে অচিহ্নিত সীমান্ত স্থান- ৩টি।
৩ তিন বিঘা করিডাের’ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত।  

আরও পড়ুনঃ বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান

No comments

Powered by Blogger.
close