Header Ads

সুমাইয়া নামের অর্থ কি? Sumaiya Name Meaning in Bengali.

 সুমাইয়া নামের অর্থ কি? Sumaiya Name Meaning in Bengali.


বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বাংলা নিবন্ধের আজকের পর্বে আমরা জানতে চলেছি সুমাইয়া নামের অর্থ কি? সুমাইয়া নামের আরবি অর্থ কি? সুমাইয়া নামের ইসলামিক অর্থ কি? সহ সুমাইয়া নামের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিস্তারিত।
সুমাইয়া নামটি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম জনপ্রিয় একটি নাম। আমাদের দেশে গ্রামে কিংবা শহরে ১০০ মেয়ের ভেতর অন্তত ৫-৭ জন্য এমন মেয়ে পাওয়া যায় যাদের নাম সুমাইয়া।


" সুমাইয়া নামটি একটি ইসলামিক নাম। সুমাইয়া নামের বাংলা অর্থ হল- সুনাম, সুখ্যাতি,খ্যাতি, সুউচ্চ, সম্মানিত মহিলা বা উচ্চমর্যাদা সম্পন্ন ব্যক্তি "

 

সুমাইয়া নামের আরবি অর্থ কি?

" সুমাইয়া ( ﺳﻤﻴﺔ ) শব্দটি আসমা ( ﺍﺳﻤﺎﺀ ), সামা ( ﺳﻤﺎﺀ ) অথবা সিমাহ ( ﺳﻤﺔ ) শব্দের ইসমে মুসাগগার ( ﺍﺳﻢ ﻣﺼﻐﺮ ) তথা ক্ষুদ্রত্ববাচক বিশেষ্য। আর আসমা ( ﺍﺳﻤﺎﺀ ) ইসম ( ﺍﺳﻢ) এর বহুবচন। ইসম অর্থ নাম, সুনাম ইত্যাদি। সামা’ ( ﺳﻤﺎﺀ ) অর্থ উন্নত, উচ্চ। আর সিমাহ ( ﺳﻤﺔ ) অর্থ স্বতন্ত্র চিহ্ন বা নিদর্শন। সুতরাং সুমাইয়া নামের অর্থ হবে যথাক্রমে সুনাম সুখ্যাতি অথবা সুউচ্চ, সমুন্নত কিংবা স্বতন্ত্র চিহ্ন বা নিদর্শনের অধিকারী। "
- তাজুল আরুস ১/৮৪৩৯, আলমু’জামুল ওয়াসীত ৪৫২


সুমাইয়া দিয়ে ব্যাবহার করা যায় এবং সুমাইয়া নামের সাথে সুন্দর মানায় এমন কিছু পূর্ণ নামঃ

  •     সুমাইয়া সুলতানা
  •     সুমাইয়া হাসান
  •     সুমাইয়া খাতুন
  •     সুমাইয়া মুহাম্মদ
  •     সুমাইয়া আহমেদ
  •     সুমাইয়া সেখ
  •     সুমাইয়া সরকার
  •     সুমাইয়া রহমান
  •     সুমাইয়া চৌধুরী
  •     সুমাইয়া খান
  •     সুমাইয়া হাসান
  •     হাসান সুমাইয়া
  •     সুমাইয়া মিম
  •     সুমাইয়া পারভিন
  •     আফিয়া সুমাইয়া
  •     সুমাইয়া সাদিয়া
  •     ছামিয়া খান সুমাইয়া
  •     সুমাইয়া আক্তার
  •     সুমাইয়া রহমান
  •     উম্মে আক্তার সুমাইয়া
  •     সুমাইয়া মাহতাব
  •     সুমাইয়া শেখ
  •     সুমাইয়া হক
  •     সুমাইয়া আলী
  •     সুমাইয়া নাওয়ার
  •     সুমাইয়া আহমেদ
  •     সুমাইয়া সাবেরা
  •     সুমাইয়া আফরিন মিম
  •     সুমাইয়া খালিদ সুমা
  •     সুমাইয়া পারভীন

চলুন জেনে নেয় সুমাইয়া নাম নিয়ে করা আপনাদের কিছু প্রশ্ন এবং উত্তরঃ

সুমাইয়া কী একটা ইসলামিক নাম?

উত্তর হল হ্যাঁ সুমাইয়া নামটি শতভাগ ইসলামিক নাম। প্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ পাকিস্তান সহ সকল ইসলামিক দেশ গুলোতে সুমাইয়া নামটি অনেক জনপ্রিয় এবং মাধুর্য পূর্ণ। সুপ্রাচীন কাল থেকে সুমাইয়া নাম টি মুসলিম মেয়েদের নাম হিসেবে ব্যাবহার হয়ে আসছে এবং এ নাম টির অর্থও অনেক সুন্দর।

ইংরেজি তে Sumaiya এবং Sumaiyaa এর পার্থক্য কি?

ইংরেজি নামের বানানে Sumaiya এবং Sumaiyaa নামের বানানে কোন পার্থক্য নেই দুইটি বানানের উচ্চরন সুমাইয়া হয়। কিছু কিছু মানুষ একটু স্টাইল কোরে নাম লেখার জন্য নামের শেষ এ একটা এক্সট্রা a দেয়।

ইসলামিক দৃষ্টিতে সুমাইয়া নামটি কেমন?

আমাদের মাতৃভাষা বাংলায় সুমাইয়া নামটি শুনতে যেমন শ্রুতিমধুর তেমনি ইসলামিক দৃষ্টিতে সুমাইয়া নামটি অন্যের অর্থবহুল। ইসলামিক দৃষ্টিতে সুমাইয়া নামটি সুনাম, সুখ্যাতি,খ্যাতি, সুউচ্চ, সম্মানিত মহিলা বা উচ্চমর্যাদা সম্পন্ন ব্যক্তি কে প্রকাশ করে। সুতরাং শ্রুতিমধুর হওয়ার পাশাপাশি সুমাইয়া নামটি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বেশ গুরুত্ব লাভ করে।


কন্যাসন্তান আল্লাহ তায়ালার নেয়ামত ও শ্রেষ্ঠ উপহার। কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পরিবারে সুখ ও বরকত দান করেন। আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম সুমাইয়া রাখতে চান তাহলে তাহলে অবশ্যই আপনি রাখতে পারেন। সুমাইয়া নামটি একইসাথে শ্রুতিমধুর এবং অর্থবহ।
আশা করি আপনার আমাদের আর্টিকেলটি ভালো লেগেছে। আমাদের আর্টিকেল টি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সুমাইয়া নামের সুন্দর অর্থ জানার সুযোগ করে দিন।

No comments

Powered by Blogger.
close