Header Ads

একটি মেয়ে সহবাসের কতদিন পর গর্ভবতী হয়?

 
একটি মেয়ে সহবাসের কতদিন পর গর্ভবতী হয়?  সহবাসের সাথে সাথেই একটি মেয়ে গর্ভবতী হয়ে যায়না। পুরুষের শুক্রাণু নারীর যোনীতে প্রবেশ করে সেটা ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে প্রায় ৬ দিন মত সময় লেগে যায়। তারপর নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণে নিজেকে পুরোপুরি আচ্ছাদিত হতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগে। এবং এর পরে আপনার গর্ভ কালীন অবস্থা আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে।

একটি মেয়ে সহবাসের কতদিন পর গর্ভবতী হয়?


সহবাসের সাথে সাথেই একটি মেয়ে গর্ভবতী হয়ে যায়না। পুরুষের শুক্রাণু নারীর যোনীতে প্রবেশ করে সেটা ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে প্রায় ৬ দিন মত সময় লেগে যায়। তারপর নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণে নিজেকে পুরোপুরি আচ্ছাদিত হতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগে। এবং এর পরে আপনার গর্ভ কালীন অবস্থা আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। 
 
আসলে সহবাস করলেই যে একটি মেয়ে গর্ভবতী হয়ে যাবে এমন টা কিন্তু নয়। একটি মেয়ের গর্ভবতী হওয়ার জন্য অনেক পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ভর করে। বাংলা নিবন্ধের আজকের নিবন্ধে আমরা জানতে চলেছি একটি মেয়ে সহবাসের কতদিন পর গর্ভবতী হয় এবং সেটা কতদিন পর জানা যাবে। কিছু বিষয় আপনি খেয়াল রাখবেনঃ 

•    সহবাসের সময় অর্থাৎ আপনি নিরাপদ না অনিরাপদ সময়ে সহবাস করেছেন।
•    আপনার বয়স।
•    আপনার মাসিক কী নিয়মিত হয়? 

আপনি গর্ভবতী কিনা সেটা প্রকাশ পাবার প্রথম লক্ষণ হল আপনি পিরিয়ড মিস করবেন। তবুও আপনি আদৌ গর্ভবতী কিনা সেটা জানার জন্য আপনাকে প্রেগন্যান্সি টেষ্ট করতে হবে। আপনি গর্ভবতী কিনা সেটা দুই ভাবে টেস্ট করা যেতে পারেঃ 

  • রক্ত পরীক্ষার মাধ্যমে অর্থাৎ আপনার রক্তে Beta HCG লেভেল জেনে।
  • ঘরে বসে একটি টেস্ট স্টিক এ (সকালের প্রথম প্রস্রাব) urinating এর মাধ্যমে। 

আপনি প্রেগন্যান্সির ১১ দিনের ভেতর Beta hCG লেভেল টেস্ট করিয়ে জানতে পারবেন আপনি প্রেগন্যান্ট কিনা। এবং আপনার মাসিক বা পিরিয়ড যদি নিয়মিত হয় তাহলে আপনি অবশ্যই জানবেন আপনার মাসিক মিস হচ্ছে কিনা আপনার পিরিয়ড মিস হওয়ার প্রথম দিন থেকেই ঘরে বসে ইউরিন পরীক্ষা করে প্রেগন্যান্সি টেষ্ট করা যেতে পারে। যদি আপনি না জানেন যে আপনার পরবর্তী পিরিয়ড কখন হবে তবে আপনি অনিরাপদ সহবাসের ২১ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন।


No comments

Powered by Blogger.
close