Header Ads

আয়ান নামের অর্থ কী? Ayan name meaning in Bengali

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের সমাজে ছেলেদের অনেক গুলো নামের ভেতর আয়ান নাম টা বেশ পরিচিত। মোটামুটি হর হামেশায় আয়ান নাম টি শোনা যায়। আপনি কী জানেন আয়ান নাম টির অর্থ কী? বাংলা নিবন্ধের আজকের পর্বে আপনি জানতে পারবেন আয়ান নাম নিয়ে সকল বিস্তারিত। 

  • আয়ান নামের অর্থ কি
  • আয়ান নামের ইসলামিক অর্থ কি
  • আব্দুল্লাহ আল আয়ান নামের অর্থ কি
  • আয়ান নামের আরবি অর্থ কি
  • আয়ান নামের ইংরেজি বানান 


" আয়ান নাম টি একটি ইসলামিক নাম। আয়ান নামের অর্থ হল - সময়, যুগ, কাল , বয়স "
 

বন্ধুরা আয়ান নামটি এমন একটা নাম যেটা চায়লে আপনি ছেলে কিংবা মেয়ে উভয়কেই এই নাম দিতে পারেন। বাংলা, আরবি, ফার্সি ইত্যাদি ভাসায় আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। যেহেতু আয়ান নামটি একেক ভাসায় একেক রকম অর্থ প্রকাশ করে তাই এই নাম টির সর্বজন স্বীকৃত একটি অর্থ নির্ধারণ করা হয়েছে। আয়ান নামটির সর্বজন স্বীকৃত অর্থ হচ্ছে সময়, যুগ, কাল , বয়স। 

আয়ান নামের বাংলা অর্থ কী?  

আয়ান (Ayan) নামটি বাংলায় সংস্কৃত থেকে এসেছে বলে ধারনা করা হয়। সংসদ বাংলা অভিধানের চতুর্থ সংস্করণে, আয়ান (Ayaan) নামের বাংলা অর্থ -এ লেখা হয়েছে, রাধিকার স্বামী। অর্থাৎ আয়ান নাম টির সংস্কৃত অর্থ দ্বারা স্বয়ং শ্রীকৃষ্ণ কে প্রকাশ করা হয়। কিন্তু আয়ান ( Ayaan) নামের মূল আভিধানিক অর্থ সময়। প্রতিশব্দ – যুগ , কাল , বয়স। 

আয়ান কোন লিঙ্গের নাম? 

আয়ান কে সর্বজন স্বীকৃত আরবি তথা ইসলামিক নাম বলে গণ্য কর্মা হয়। আয়ান সাধারণত ছেলেদের নামের ক্ষেত্রে বেশি ব্যাবহার হতে দেখা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা যায়গায় আপনারা মেয়েদের নাম ও আয়ান দেখতে পাবেন। আসলে আয়ান নাম টি শ্রুতিমধুর হবার কারণে ছেলে এবং মেয়ে উভয়ের নাম হিসেবে বেশ মানায়। 

আয়ান শব্দের ইংরেজি বানান 

নামের বানান ইংরেজিতে কখনো সেভাবে ভুল হয় না। আপনি আয়ান নামের বানান মানানসই যেটা দিবেন সেটায় আপনার ক্ষেত্রে সঠিক। কিন্তু আয়ান নামের অধিকাংশ মানুষ আয়ান বানান দেয় Ayan বা Ayaan . সেই হিসেবে Ayan বা Ayaan কে আয়ান নামের ইংরেজি বানান হিসেবে ধরা হয়। 

আয়ান নামের ইসলামিক অর্থ কি

বাংলা , ফার্সি হবার পাশাপাশি আয়ান একটি আরবি শব্দ যার অর্থ হল আল্লাহর দেওয়া উপহার ( Gift of God )। সেই হিসেবে আইয়ান নামের আরবি অর্থ হল- আল্লাহর দেয়া কোন মূল্যবান উপহার। 

আয়ান নামের অর্থ কী? (ফার্সি) 

সংস্কৃত, আরবি এর পাশাপাশি আয়ান একটি ফার্সি নাম। ফার্সি নামের অর্থের বিবেচনায় আয়ান (আয়াআন) নামের অর্থ – দীর্ঘ রাত. 

আয়ান শব্দ দিয়ে জনপ্রিয় কিছু নাম:

  • রাফসান ইসলাম আয়ান ,
  • আয়ান আলি খান ,
  • আহনাফ আয়ান ,
  • আয়ান চৌধুরী ,
  • আয়ান মালিক,
  • আয়ান মাসাবীহ,
  • মোস্তফা আয়ান  ,
  • আয়ান ইসলাম,
  • মোহাম্মদ আয়ান  ,
  • আয়ান মুনতাসির,
  • আয়ান হোসেন,
  • আয়ান আব্দুল করিম,
  • আয়ান খান ,
  • আয়ান চৌধুরী,
  • আয়ান রহমান,
  • আয়ান সরকার ,
  • Ayan Khan,
  • আয়ান হক ,
  • আয়ান মাহতাব,
  • আয়ান ইকতিদার ,
  • আয়ান আহমেদ,
  • আয়ান আলী,
  • শেখ আয়ান ,
  • খালিদ হাসান আয়ান  ,
  • আয়ান ইকবাল খান,
  • Ayan  ,
  • ইরফানুর রহমান আয়ান  ,
  • শাহ আলম আয়ান ,
  • ফাহিম মাশরুর  আয়ান ,
  • Fahim Khandakar Ayaan ,
  • শাকিল আরেফিন আয়ান ,
  • শাখাওয়াত খান আয়ান ,
  • খন্দকার  আয়ান হোসেন,
  • আয়ান খান 
পরিশেষে বলা যায় আয়ান এমন একটি নাম যে নাম ইসলামিক শ্রুতিমধুর এবং অর্থবহ। আপনার সন্তানের নাম আয়ান হলে আপনার সন্তানের নাম টি যথাক্রমে অনেক সুন্দর, ছোটো, অর্থবহ এবং শ্রুতিমধুর হবে। যাদের নতুন সন্তান হয়েছে বা যাদের হতে চলেছে তারা আয়ান নাম টি আপনার সন্তানের জন্য কোন রকম ভাবনা ছাড়ায় পছন্দ কোরে রাখতে পারেন। 

No comments

Powered by Blogger.
close