আরিয়ান নামের অর্থ কি? আরিয়ান নামের ইসলামিক ব্যাখ্যা- Ariyan meaning in bengali
আরিয়ান বাংলাদেশ ভারত পাকিস্তান অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্ট এ অতি পরিচিত একটি নাম। অন্যান্য অনেক নামের মত আরিয়ান নামেরও একাধিক অর্থ রয়েছে। অনেকে আরিয়ান নাম টির সাথে প্রাচীন সভ্যতার সম্পৃক্ততা রয়েছে বলে মনে করে থাকেন। বাংলায় আরিয়ান নামের অর্থ দাড়ায় উন্নতচরিত্র সম্পন্ন মানুষ ও আর্যদের একাত্মতার প্রতিক সরুফ। আপনার যদি আরিয়ান নাম টি অনেক বেশি পছন্দ হয়ে থাকে অথবা আপনার নাম যদি আরিয়ান হয়ে থাকে এবং আপনি আরিয়ান নামটির অর্থ, উৎপত্তি, ইসলামিক দিক এবং বিস্তারিত সম্পর্কে জানতে চান তাহলে আপনি বাংলা নিবন্ধের এর আর্টিকেল টি পুরোপুরি পড়ুন। এই আর্টিকেলে আরিয়ান নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আরিয়ান নাম সম্পর্কে মানুষ যে বিষয় গুলো যানার জন্য নিয়মিত Search করে থাকে সেগুলো হলঃ
- আরিয়ান নামের অর্থ কি?
- আরিয়ান নামের ইসলামিক অর্থ কি?
- আরিয়ান নামের আরবি অর্থ কি?
- আরিয়ান শব্দের অর্থ কি?
- Ariyan name meaning
- Ariyan meaning in Bengali
- Meaning of Ariyan
- Meaning of name Ariyan
আরিয়ান নামের অর্থ কি?
ধারনা করা হয় আরিয়ান নামটি আদি হিন্দি শব্দ থেকে বাংলাতে এসেছে। " আরিয়ান নামের অর্থ হল উন্নতচরিত্র সম্পন্ন মানুষ, সোনালি জীবন, নির্ভীক, ও আর্যদের একাত্মতার প্রতিক সরূপ। " আরিয়ান নামের অর্থ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম প্রকাশ পেলেও মোটামুটি সর্বজন স্বীকৃত বাংলা অর্থ এটাই দাড়ায়।
আরিয়ান কি ইসলামিক নাম?
হ্যাঁ আরিয়ান নামটি একটি ইসলামিক নাম। বাংলাদেশ ভারত সহ আমাদের সাব কন্টিনেন্ট এ ছেলেদের নামের উপর জরিপ করলে দেখা যায় আরিয়ান নাম টা ৯০ শতাংশ ক্ষেত্রে মুসলিম ছেলেরা ব্যাবহার করে থাকে। সেই প্রেক্ষাপট থেকে আরিয়ান নাম টি একটি ইসলামিক নাম। এছাড়া আরিয়ান নাম টির ইসলামিক সুন্দর অর্থও রয়েছে।
আরিয়ান নামের ইসলামিক অর্থ কি?
আরিয়ান একটা ভালো ইসলামিক নাম এটার ইসলামিক অর্থ হল মহৎ, আদি উচ্চবংশীয়।
আরিয়ান দিয়ে সুন্দর কিছু নামঃ
- আরিয়ান সুলতান
- আরিয়ান আহমেদ
- আতিকুল আরিয়ান
- মুহাম্মদ আরিয়ান
- আরিয়ান জুবায়ের
- আরিয়ান সেখ
- আরিয়ান সরকার
- আরিয়ান রহমান
- আরিয়ান চৌধুরী
- আরিয়ান খান
- আরিয়ান সুমন
- আরিয়ান সুমাইয়া
- ইমাম আরিয়ান
- আরিয়ান ইমতিয়াজ
- মোহাম্মদ আরিয়ান
- কামরুল আরিয়ান
- আরিয়ান খান
- সৈয়দ আরিয়ান
- আরিয়ান রহমান
- ইব্রাহিম আরিয়ান
- আরিয়ান মাহবুব
- আরিয়ান শেখ
- আমিনুল হক আরিয়ান
- আরিয়ান আলী
- আরিয়ান নাওয়াব
- আহমেদ আরিয়ান
আরিয়ান নামটি মূলত একটি ছেলের নাম কিন্তু বেশ কিছু মেয়ের নামও আরিয়ান দেখা যায়। এবং আরিয়ান নাম টি ছেলেদের ক্ষেত্রে যথাক্রমে সুন্দর, শ্রুতিমধুর, অর্থবহ এবং যথেষ্ট স্টায়লিশ। আরিয়ান নাম টি মূলত আদি হিন্দি ভাষা থেকে আসলেও অনেকে মনে করে থাকেন এই নামটি আরবি ভাষার সাথেও সংযুক্ত। পরিশেষে আপনার ছেলের নাম যদি আপনি আরিয়ান রাখবেন বলে ভেবে থাকেন তাহলে বলব আপনার সিদ্ধান্ত যথেষ্ট উন্নত। কারণ এই নামটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে অর্থবহ হওয়ার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে বেশ মডার্ন।
আরও পড়ুন আয়ান নামের অর্থ কী?
No comments