Header Ads

সাঙ্গু লেক সম্পর্কে সকল তথ্য ও ইতিহাস - বাংলানিবন্ধ Tsomgo Lake

সাঙ্গু লেক সম্পর্কে সকল তথ্য ও ইতিহাস - বাংলানিবন্ধ Tsomgo Lake


ভারতের এক অনিন্দ্য সুন্দর রদ সাঙ্গু লেক। সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলায় এই রদের অবস্থান। সাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। স্থানীয় আদিবাসীদের কাছে সাঙ্গু লেক এক পবিত্র জায়গা। ভারত চীন সীমান্তের খুব কাছে থাকার কারণে সাঙ্গু লেকে ভ্রমণের আগে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয়। ভারতের সর্বোচ্চ ও সুন্দর রদ গুলোর ভেতর অন্যতম সাঙ্গু লেক সম্পর্কে আলোচনা করা হবে বাংলানিবন্ধের আজকের আয়োজনে। 


ভারতের এক বিশেষ রাজ্য সিকিম। সিকিমের রাজধানী গ্যাংটক, গ্যাংটক এর যোগাযোগ ব্যবস্থা এবং আরামদায়ক জলবায়ুর কারণে শহরটি সিকিমের প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। গ্যাংটকের নিকটবর্তী সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল সাঙ্গু লেক। ভুটিয়া ভাষায় সাঙ্গু শব্দের অর্থ হলো রদের উৎস। শীতকালের সাঙ্গু লেকের আশেপাশের পাহাড়ে প্রচুর পরিমাণ বরফ জমে থাকে এবং গ্রীষ্মকালে সেসব হিমবাহ গলা পানি রদে এসে জমা হয় সে কারণে লেক টির এমন নামকরণ করা হয়েছে। সাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৩১৩ ফুট উচ্চতায় অবস্থিত। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে সাঙ্গু লেকে যাওয়ার রাস্তাটাও অসাধারণ রোমাঞ্চকর। শহর থেকে এই লেকের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। তবে এই অল্প দূরত্বের ব্যবধানে বহু আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রায় ১ হাজার ফুট উপরে উঠতে হয়। এই রাস্তার নাম গ্যাংটক নাথুলা হাইওয়ে এটি প্রাচীন সিল্ক রোডের একটি অংশ। তিব্বতের রাজধানী লাসা থেকে বাংলা অঞ্চলে পণ্য পরিবহনের জন্য প্রাচীনকালে এই রোড ব্যবহৃত হত। সাঙ্গু লেক থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ভারত চায়না সীমান্ত নাথুলা পাস এর অবস্থান। তবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার কারণে সীমান্তে পৌঁছতে প্রায় ১৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ভারতীয় নাগরিক ছাড়া কোন বিদেশিদের এই সীমান্তে যাওয়ার অনুমতি নেই।

সাঙ্গু লেকের আকার অনেকটা ডিম্বাকৃতির। এই লেকের আয়তন প্রায় ৬০ একর। রদের সর্বোচ্চ দীর্ঘ ২৭৪৩ ফুট এবং প্রস্থ ১৪০০ ফুট। সাঙ্গু রদের সর্বোচ্চ গভীরতা প্রায় ৫০ ফুট এবং গড় গভীরতা প্রায় ১৫ ফুট। তুষারাবৃত পর্বতের মাঝে থাকা এই লেকটি শীতকালে সম্পূর্ণ জমে বরফ হয়ে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে লেকের পানির রং এর পরিবর্তন লক্ষ করা যায়। সাঙ্গু রদের আশেপাশে আলপাইন বন চোখে পড়ে। শীতকাল ব্যতীত বছরের অন্যান্য সময় লেকের পাড়ে প্রচুর রডোডেনড্রন সহ নানান জাতের ফুল দেখা যায়। রডোডেনড্রন ই হল সিকিমের জাতীয় গাছ। এই লেকের পাড়ে প্রচুর ইয়াক চোখে পড়ে ইয়াকের বাংলা হল চমরীগাই এরা এক ধরনের বড় পশম ওয়ালা  তিব্বতি গরুর। ইয়াকের পিঠে চড়ে সাঙ্গু লেকের চারদিকে ঘুরে বেড়ানো যায়। সাঙ্গু লেক দর্শন এর সবচেয়ে ভালো উপায় হলো কেবল কার রাইড। এখানকার ক্যাবল কারে চড়ে লেকসহ আশেপাশের বিস্তৃত এলাকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। হিন্দু বৌদ্ধসহ স্থানীয় আদিবাসীদের কাছে সাঙ্গু লেক এক পবিত্র জায়গা, পুণ্যার্থীরা মনে করেন এই লেকের জলের বহু ঔষধি গুনাগুন আছে। সাঙ্গু লেক গুরু পূর্ণিমা উৎসব উদযাপনের তীর্থস্থান। গুরু পূর্ণিমা সমগ্র ভারতবর্ষে রাখি বন্ধন নামে অধিক পরিচিত। ২০০৬ সালে ভারতীয় পোস্টাল সার্ভিস সাঙ্গু লেকের স্মৃতি স্মারক হিসেবে একটি ডাকটিকেট প্রকাশ করেছিলো। অতীতে সিকিম ছিল একটি স্বাধীন দেশ, পরবর্তীতে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সিকিম ভারতের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সিকিম এর ৪ টি জেলার মধ্যে উত্তর সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে মনমুগ্ধকর। উত্তর সিকিমে শুধু ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নয় বরং সমগ্র পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘার অবস্থান। সাঙ্গু লেক সম্পর্কে এই ছিল বিস্তারিত ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

No comments

Powered by Blogger.
close