Realme Narzo 30A Price and Specifications in Bangladesh
কেমন আছেন বন্ধুরা? বাংলা নিবন্ধের প্রথম টেক রিভিউ নিয়ে হাজির হলাম আর আমাদের সাথে থাকছে Realme Narzo 30A. একেবারে নতুন লঞ্চ হওয়া এই স্মার্টফোন টি কেমন হবে এর দাম এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব এই আর্টিকেলে তাই আমাদের সাথেই থাকুন।
Design and build quality of Realme Narzo 30A:
Realme Narzo 30A স্মার্টফোন টি দুইটি কালারে পাওয়া যাবে সেগুলো হল Laser Black, Laser Blue । পুরোপুরি পলি কার্বোনেট বা প্লাস্টিক বিল্ট এই স্মার্টফোনটির হ্যান্ডফিল যথেষ্ট ভালো অর্থাৎ এটি হাতে ধরে খুব ভালো একটা অনুভূতি পাবেন। সব মিলিয়ে ডিজাইন ইউনিক না হলেও বেশ ভালো এবং শক্তপোক্ত এই বাজেটে অন্যান্য মোবাইল এর তুলনায় আপনি এই মোবাইল থেকে ভালো ডিজাইন পাবেন। 164.5 x 75.9 x 9.8 millimeters ডাইমেনশন এর বডি সমৃদ্ধ এই মোবাইলটার ওজন ২০৬ গ্রাম।
Connectivity of Realme Narzo 30A:
Realme Narzo 30A মোবাইলটা 4g পর্যন্ত সাপোর্ট করে। আসলে ১২৯০০ টাকা বাজেটে কোনোভাবে 5g আশা করা যায় না। আশা করাটা হয়ে যাবে ৫০ টাকায় ৫ স্টারে খাওয়ার মত তাও আবার গার্লফ্রেন্ড সহ। (মজা করলাম) এছাড়া রয়েছে ডুয়াল সিম সাপোর্ট এর সুবিধা। এটা না বললেও চলে কারণ বর্তমানে সকল মোবাইল এ ডুয়াল সিম সাপোর্টের কথা বলা আর নাসির তামিমার প্রেম কাহিনীর কথা বলা দুটোই সমান (সবাই জানে আর কি) যাই হোক এছাড়াও রয়েছে
- dual-band, Wi-Fi Direct, hotspot
- Bluetooth: v5.0, A2DP, LE
- GPS: A-GPS, GLONASS
সব থেকে ভালো কথা হল Realme Narzo 30A মোবাইলটা তে রয়েছে USB Type-C (ও মা গো টুরু লাব)
Display:
ডিসপ্লে হল মোবাইল এর টুরু লাব মানে খুব জরুরি একটা বিষয় আর কি। Realme Narzo 30Aমোবাইল এ রয়েছে 6.5 inch IPS ডিসপ্লে প্যানেল যেটার রেজুলেশন 720P মানে HD+ আর কি। HD+ 720 x 1600 pixels এর ডিসপ্লে প্যানেল টি ২৭০ PPI যেটা মোটামুটি ভালোই। এইবার আসি কাজের কথায় ডিসপ্লে এর কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিএন্স ছিলো বেশ ভালো। আগের Realme বাজেট ফোন গুলোতে কিছু কিছু ডিসপ্লে ইস্যু ছিলো যেমন ডিরেক্ট সান লাইটে ভালো দেখা যেত ন এবং টাচ লেটেন্সি যার কোনটাই নেই বলতে গেলে এই ফোনটিতে। তবে 1080P এর ডিসপ্লে হলে ব্যাপার টা পুরো মাখন হত আর কি। যায় হোক মূল কথা হল বাজেট অনুযায়ী Realme Narzo 30আ এর Display বেশ ভালো বলা যায়।
Camera:
Realme Narzo 30A মোবাইলটিতে রয়েছে ১৩ + ২ মেগাপিক্সেল ক্যামেরা। কাগজে কলমে কম শোনালেও বাজেট অনুযায়ী খারাপ না। তবে আবার বিশাল কিছু ভাইবেন না বাজেট অনুযায়ী চলে আর কি। ফ্রন্ট এ রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা যেটা মেকআপ এ স্পেশালিষ্ট ক্যামেরা আহামরি কিছু না এভারেজ কুয়ালিটি। দাম হিসেবে ভালোই। যাই হোক দুইটা ক্যামেরা দিয়েই ১০৮০p তে ভিডিও রেকর্ড হয়।
আরেকটা কথা Realme Narzo 30A দূর থেকে দেখলে মনে হতে পারে ৩ টা ক্যামেরা কিন্তু কাছে গেলে দেখা যাবে একটার ভেতরে কোন ক্যামেরাই নেই ছোট্ট ক্যামেরার ফুটোয় লেখা (AI). ( এটা দেখার পর আমি ৬৯ সেকেন্ড পাগল আছিলাম)
Battery:
Realme Narzo 30A ফোন টির ব্যাটারির কথা আমরা না বলি ৬০০০ এম্পিয়ার এর বিশাল ব্যাটারি যা দিয়ে আপনি চান্দে না বরং মঙ্গল গ্রহ সহ আরও অনেক জাইগায় ঘুরে আসতে পারবেন। ( বিদ্রঃ আমি বলেছি চান্দে ব্যাটারি নিয়ে ঘুরে আসতে পারবেন একবার ও বলিনায় যে চান্দে ফোন ফুল চার্জ করে ঘুরে আসতে পারবেন এবং তার পর ও ফোন এর চার্জ ফুরাবে না) যায় হোক আসল কথা হল এই ফোন এ এক বার ফুল চার্জ দিলে ৯-১০ ঘণ্টা একটানা চালানো যাবে আরামসে। মানে ২ দিন চার্জ ব্যাকআপ পাবেন মোডারেট ইউজ এ। আর এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য আছে ১৮ ওয়াট ফাস্ট চারজার। ( কি আছে জীবনে?) এই ১৮ ওয়াটের চারজার দিয়ে ফোন ফুল চার্জ দিতে আড়ায় ঘণ্টার মত সময় লাগবে।
Performance:
সারাদিন প্রেম ট্রেম করে এতক্ষণ পর আসলাম বিয়ের আসরে মানে আসল কথায় আর কি। একটি মোবাইল এর আসল জিনিশ হল এর perfomance. মোবাইলটিতে ব্যাবহার করা হয়েছে Mediatek Helio G85 (12 nm) প্রসেসর যাকে গরীবের গেমিং প্রসেসর ও বলে অনেকে। এই ফোনটি দিয়ে Pubg, Free Fire, Asphalt9, সহ অনেক হেবি গেম খেলেছি এবং এর পারফমেন্স দেখে আমি শিহরিত। ( মন চাচ্ছিলো একটা মেডেল নিয়ে আমি ধন্য হয়েছি ওগো ধন্য গান টা গাইতে গাইতে ফোন এর গলায় পরাই দেই) যারা ব্যাপার টা বোঝেন নি তারা আসলেই ভালো মানুষ। ব্যাপারটা বুঝলে একটু কমেন্ট এ জানায়েন তো। তো যাই হোক ৬-৭ মাস পরে এই প্রসেসর থেকে এমন টা পারফমেন্স না ও পেতে পারেন। একটু পারফমেন্স কমে যেতে পারে (মিডিয়া টেকে এমন একটু হয় অবশ্য কম বেশি সব প্রসেসরে হয়) এবং জি পি ইউ হিসেবে আছে Mali-G52 MC2. ফোন টা রান করছে Android 10 (Realme UI) দ্বারা। ফোনটিতে রয়েছে ৪ জিবি RAM এমং ৬৪ জিবি রম যা এই দামে সেরা বলতে পারেন। এবং রয়েছে ডেডিকেটেড মাইক্রো এস ডি কার্ড লাগানোর সুবিধা যা দিয়ে আপনি ফোনের ভেতর পুরো মুভির কালেকশন সাজিয়ে রাখতে পারবেন। (বাংলা না ইংলিশ মুভি রাখবেন তা আপনার ব্যাপার) আমার একটা হইলেই হয়।
Sound:
সাউন্ড নিয়ে বিস্তারিত কি বলব খারাপ না আবার বিশাল কিছু ও না। ডিপ্রেশন এ চলে যাবেন না এটা শিওর।
Security:
Security হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফেস আনলক যথেষ্ট ফাস্ট ছিল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ছিল চরম ফাস্ট। রাসেল ভাই ও প্রথমে এটা বিশ্বাস করেনি স্পিড দেখার পর তিনি আবেগে আপ্লূত। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা একটু দুর্বল মানে ছোট হাত হলে পৌঁছাতে একটু সমস্যা হতে পারে।
Buy facebook likes for your page
সব মিলিয়ে ফোনটা ১০ এ ৮ এর উপরে পাওয়ার যোগ্য। আপনি কিনলে ঠকবেন না যদি আপনি সামান্য হেবি ইউজার হন গেম টেম খেলেন। কিন্তু কাহিনী হল এত সুন্দর ফোন বের করে দুইদিন পরে বলব স্টক শেষ Realme c3 অথবা Realme 5i এর সময় যে কাহিনী ঘটেছিলো। এমন আগুণ বের করে কি লাভ যদি সেটা সমান ভাবে বণ্টন না হয় (লোল) । সব কথার শেষ কথা হল রিভিউ টা একটু ফানি করার চেষ্টা করেছি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কমেন্ট করলে আমি দোয়া করে দিবো জেনো দুই দিনের ভেতর আপনার ক্রাশ আপনার প্রেমিক বা প্রেমিকা হয়ে যায়।
Realme Narzo 30A price in Bangladesh: 12,990 4/64
No comments