Header Ads

কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা আপনার জন্য সবথেকে নিরাপদ?

কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা আপনার জন্য সবথেকে নিরাপদ?


কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা আপনার জন্য সবথেকে নিরাপদ?


জন্মনিয়ন্ত্রণ প্রত্যেক দম্পতির জন্য একটা অতি প্রয়োজনীয় একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে পরিবার বা নিকটজন থেকে আমরা এ ধরনের জ্ঞান খুব কমই পেয়ে থাকি কারণ আমাদের দেশে এ ধরণের আলোচোনা খুবই লজ্জাজনক মনে করা হয়। পর্যাপ্ত জ্ঞানের অভাবে আমরা অনেক সময় মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হই এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখিন হই। জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক জ্ঞান আমাদেরকে একটি পরিকল্পিত পরিবার গঠণে সাহায্য করবে। চলুন দেখি আমাদের দেশে কতগুলো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চালু রয়েছে এবং কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা আপনার জন্য সবথেকে নিরাপদ?


আমাদের দেশে বর্তমানে প্রচলিত অনেক গুলো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে যাদের ভেতর আমাদেরকে বেছে নিতে হবে কোন পদ্ধতিতে রিস্ক সবথেকে কম আর কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটা আপনার জন্য উপযুক্ত যেমন আমাদের দেশে সব থেকে কমন যে পদ্ধতি তা হল কন্ডম এ ছাড়া জন্মনিয়ন্ত্রণ পিল ,ইঞ্জেকশন এবং ইমপ্লান্ট এবং পুরোপুরি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

খুব তরুন বা সদ্য বিবাহিত দম্পত্তির ( যাদের কোনো বাচ্চা নেই এবং এক বছর বা তার আশে পাশে বাচ্চা নিতে পারে ) জন্য সব থেকে উপযুক্ত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হল কন্ডম কিন্তু কন্ডমের একটা অসুবিধা হল এটার সফলতার হার পুরোপুরি ১০০ শতাংশ নয়। কন্ডমের ক্ষেত্রে ফেইলর রেট হল প্রায় ১৫ শতাংশ। সুতরাং কন্ডমের সাথে তারা চাইলে জন্মনিয়ন্ত্রণ পিল নিতে পারেন যেটা পুরোপুরি রিস্ক ফ্রি হবে। কোনো পিল নেওয়ার আগে অবশ্যই একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। জন্মনিয়ন্ত্রণ পিল যদি কেও সঠিক ভাবে ব্যবহার করতে পারে তাহলে সেক্ষেত্রে ফেইলর রেট হল মাত্র ০.১ শতাংশ ।

যে দম্পত্তি একটু পুরোনো যেমন মনে করেন দ্রুত বাচ্চা নিবে না অথবা ১-২ টা বাচ্চা নিয়েছে এবং চাচ্ছে বেশ কিছু বছর বাচ্চা নিবে না তারা তারা ইনযেকশন নিতে পারেন যেটা প্রতি ৩ মাসে নিতে হবে এছাড়া ইমপ্লান্ট করাতে পারেন ( একটা কাঠির মত যেটা চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয় ) এগুলো ৫-৭ বছর গর্ভধারণ প্রতিরোধ করবে।

যে দম্পতি অনেক পুরোনো এবং ভবিষ্যতে আর কোনো বাচ্চা নিতে চান না তারা চাইলে স্থায়ী ব্যবস্থা নিতে পারেন নারীদের ক্ষেত্রে যার নাম Tubectomy এবং পুরুষের ক্ষেত্রে যার নাম Vacectomy । এই দুইটা তাদেরকে স্থায়ী প্রটেকশন দিবে কিন্তু তারা আর ভবিষ্যতে সন্তান নিতে পারবেন না।

শেষ কথা উপরোক্ত পদ্ধতি গুলোর ভেতর শুধুমাত্র কন্ডম HIV থেকে প্রটেকশন দিবে অন্য একটাও না ।


No comments

Powered by Blogger.
close