মাথা নষ্ট করা বিশ্বের সবচেয়ে সুন্দরী ১০ নারী ক্রিকেটার
মাথা নষ্ট করা বিশ্বের সবচেয়ে সুন্দরী ১০ নারী ক্রিকেটার
ক্রিকেট এখন শুধু একটা খেলা নয় , খেলার চেয়ে অনেক বেশিকিছু । মাঠের গণ্ডি পেরিয়ে ক্রিকেটের আলোচনা এখন বহুদূর বিস্তৃত । ফলে ক্রিকেটের সাথে অনেক অক্রিকেটিও বিষয়ও যুক্ত হয়েছে । তেমনি একটি আলোচনার বিষয় হল ক্রিকেটারদের সৌন্দর্য লুক এবং ফ্যাশন । পুরুষ ক্রিকেটাররা যখন তাদের লুক ও ফ্যাশন এর দিক থেকে লাখো মানুষের রোল মডেল হচ্ছেন অন্য নারী ক্রিকেটাররাও তাদের ক্রিকেটীয় দক্ষতার সাথে সাথে গ্লামার দিয়ে মাঠ আলোকিত করছেন । আবার ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজে যে কোন মডেলের সাথে পাল্লা দিতের কোন ভাবেই কম যান না তারা। বিশ্বের এমনি ১০ জন নারী ক্রিকেটারদের নিয়ে আজকের এই আলোচনা । যারা তাদের রূপের সৌন্দর্যে হার মানাতে পারেন বিশ্ব সুন্দরী অভিনেত্রীদের ।
১০। লরা মার্স ( ইংল্যান্ড ) : একজন সুন্দরি ইংলিশ ক্রিকেটার তিনি । ১১ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন তিনি । মূলত তিনি একজন পেস বলার, ২০০৮ ও ২০০৯ সালে ঐতিহ্যবাহী এসেজ সিরিজে অংশ নেওয়া লরা ২০০৬ সালে প্রথম ইংল্যান্ড জাতীও দলে সুযোগ পান । তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৭৯ টি ম্যাচ খেলে মোট উইকেট শিকার করেছেন ২১৭ টি ।
৯। মিতালি রাজ ( ভারত ) : নারী ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন মিতালি রাজ ODI ক্রিকেটে রয়েছে তার সর্বচ্চ রানের রেকর্ড । তিনি ব্যাট হাতে ক্রিকেট মাঠে যেমন মারাত্মক ঠিক তেমনি তার সৌন্দর্য দেখলে যে কেওই তার প্রেমে পরে যাবেন । মাত্রও 19 বছর বয়সে ভারতীও ক্রিকেট দলে আসা মিতালি রাজ শুরু থেকেই অসাধারণ খেলোয়াড় । টেস্ট এবং টি ২০ ক্রিকেটে সমান পারদর্শী মিতালি সব সময় আলোচনায় থাকেন তার রূপের সৌন্দর্যে । তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩০৮ টি ম্যাচ খেলে রান করেছেন ৯৯১৫ । পাশাপাশি সেঞ্চুরি করেছেন ৮ টি এবং ফিফটি করেছেন ৭৪ টি ।
৮। জাহানারা আলম ( বাংলাদেশ ) : সেরা ১০ সুন্দরী নারী ক্রিকেটারদের তালিকায় অষ্টম অবস্থানে অবস্থান করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার জাহানারা আলম । বাংলাদেশের অধিনায়ক এবং ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের সদস্য অপুরুপ সৌন্দর্যের অধিকারিণী জাহানারা । তিনি বল ব্যাটে যেমন এশিয়া কাপ জেতাতে পারেন তেমনি আবার তার সৌন্দর্যে পাগল করতে পারেন হাজারও ভক্তের হৃদয় । ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন রাম্প্যে অংশ নেওয়া এই নারী দেশের প্রায় সকল তরুণের ক্রাশ । মাত্র ১৬ বছর বয়সে ২০০৮ সালে লাল সবুজের জার্সি গায়ে জড়ান এই তরুণী । এখনো অবিবাহিত এই নারী ক্রিকেটার । এদিকে তিনি এখনও পর্যন্ত ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৯৭ টি এবং উইকেট শিকার করে নিয়েছেন মোট ৯০ টি ।
l
৭। ডেন ভ্যান নাইকারক ( দক্ষিণ আফ্রিকা ) : দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে খেলার পাশাপাশি দলের নেতৃত্ব দেন এই সুন্দরী তরুণী । তিনি একজন জেনুইন অলরাউন্ডার , ডান দাতে ব্যাটিং এর পাশাপাশি তিনি লেগ স্পিন করে থাকেন । ডেন ভ্যান নাইকারক এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১ টি টেস্ট ৯৯ টি ওডিআই এবং ৭৬ টি টি ২০ খেলে রান করেছেন ৩৭৬৯ ।
৬। সিসিলিয়া জয়াস ( আইয়ারলান্ড) : সিসিলিয়া জয়াস আইয়ারলান্ড ODI দলের অন্যতম একজন সদস্য । তিনি ডান হাতি ব্যাটিং এর পাশাপাশি লেগস্পিন করে থাকেন । তিনি এসেছেন একটি ক্রিকেটীয় ফ্যামিলি থেকে । তার যমজ বোন ইন্সাবেল আয়ারল্যান্ড এর হয়ে টেস্ট এবং ODI খেলছেন এবং ভআই আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলেন । এছাড়া সিসিলিয়া জয়াস এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোট ৯৭ টি এবং রান করেছেন মোট ১৮৩১।
৫। হলী ফারলিং ( অস্ট্রেলিয়া ) : ২০১৩ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক হয় তার মিডিয়াম ফাস্ট বোলার ফারলিং ২০১৩ সালে নারী বিশ্বকাপে মাত্রও 4 টি ম্যাচ খেলেছিলেন কুইন্সল্যান্ডের হয়ে মাত্রও ১৪ বছর বয়সে অভিষেক ম্যাচে প্রথম তিঙ বলে তিঙ উইকেট তুলে নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি । ২০১৩ বিশ্বকাপে মহিলা ক্রিকেট দলে তাকে একাদশ সদস্য হিসেবে রেখেছিলো আইসিসি । এছাড়া হলী ফারলিং তার জীবনে ৩৮ টি ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন মোট ৩১ টি ।
৪। সারা টেলর ( ইংল্যান্ড ) : ইংলিশ টিমের এই উইকেট কিপার ও ওপেনার ব্যাটসম্যানকে দেখলে যে কেও ক্রাশ খেতে বাধ্য । ২০০৮ সালে যে ইংল্যান্ড মহিলা টিম অস্ট্রেলিকে হারায় সেই টিমের সদস্য ছিলেন সারা টেলর । সাসেক্সের হয়ে কাউন্টিও খেলেন তিনি । ২০১৩ সালে সারা টেলর সেরা মহিলা টি ২০ প্লেয়ার খেতাবও জিতেছিলেন । তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২২৬ টি ম্যাচ খেলে রান করেছেন ৬৫৩৩ পাশাপাশি ওডিআই তে ৭ টি সেঞ্চুরিও করেছেন তিনি ।
৩। সানা মীর ( পাকিস্তান ) : অসাধারণ সুন্দরী সানা মীর পাকিস্তান নারী দলের প্রাক্তন অধিনায়ক । বোলিং অলরাউন্ডার সানার নেতৃত্বে ২০১৪ সালে এশিয়া গেমসে সোনা যেতে পাকিস্তান । তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২৬ টি ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন মোট ২৪০ টি ।
২। এলিসি পেরি ( অস্ট্রেলিয়া ) : মাত্রও ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম এবং ফুটবল টিমে একই সাথে অভিষেক করে সবাইকে চমকে দিয়েছিলেন । ২০০৭ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে জাইগা পান এবং তার এক মাস পরে ফুটবল টিমে জাইগা করে নেন । অসাধারণ সুন্দরী এই ক্রীড়াবিদের অস্ট্রেলিয়ান সব থেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হয় । আবার তিনি অস্ট্রেলিয়ান প্রথম ক্রীড়াবিদ যিনি এক সাথে ক্রিকেট এবং ফুটবল জাতীও দলে খেলেছেন । এলিসি পেরি একজন অলরাউন্ডার যিনি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টি টেস্ট ১১২ টি ODI এবং ১১১ টি টি ২০ ম্যাচ খেলেছেন তিনি ।
১। স্মৃতি মান্দানা ( ভারত ) : ভারতের জাতীও ক্রাশ হিসেবে পরিচিত স্মৃতি মান্দানা । ক্রিকেট মাঠে যে কয়জন সুন্দরী রমণী হাজারও তরুণের মন জয় করে রেখেছেন তার ভেতর অন্যতম সেরা স্মৃতি মান্দানা । ২০১৮ সালে তিনি হয়েছেন আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার । টি ২০ ক্রিকেটে ভারতের দ্রুততম অর্ধশতক হাঁকিয়েছেন তিনি । ২০১৯ সালের ফেব্রুয়ারি তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্রও ২৪ বলে অর্ধশতক হাঁকান তিনি । এখন অবধি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১৯ টি ম্যাচ খেলে রান করেছেন ৩৫৫৭ Read stories
No comments