Header Ads

health tips bangla মাসিক কী মাসিক কেন হয় এবং একটি মেয়ে সাধারণত কখন তার প্রথম পিরিয়ড পায়

মাসিক কী মাসিক সম্পর্কে সকল প্রশ্নের উত্তর ও মাসিক সম্পর্কে সকল সমস্যার সমাধান


কেমন আছেন সবাই? আশা করই সকলে অনেক ভালো আছেন । বাংলা নিবন্ধের আজকের আর্টিকেলে আপনারা জানতে চলেছেন মাসিক সম্পর্কে পুরো বিস্তারিত । যেমন মাসিক কি ? মাসিক কেন হয় ? মাসিক কতবছর বয়স থেকে হওয়া শুরু করে ? এবং এক মাসে কতদিন মাসিক হওয়া স্বাভাবিক ?

মাসিক বা ঋতুস্রাব কি?

একটি মেয়ে যখন বয়ঃসন্ধিকালে প্রবেশ করে তখন তার দেহে নানারকম পরিবর্তন হওয়া শুরু হয় । তার ভেতর উল্লেখযোগ্য হল পিউবিক চুল বৃদ্ধি পাওয়া , স্তন বৃদ্ধি পাওয়া এবং ঋতুচক্র মা মাসিক শুরু হওয়া এছাড়া দৃশ্যমান ও অদৃশ্যমান অনেক পরিবর্তন ।

মাসিক কেন হয় ?

মাসিক হল আপনার দেহের এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার শরীর আপনাকে বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্তু করে তোলে। আসলে মাসিকের সময় আপনার শরীর আপনাকে গর্ভধারণের জন্য উপযুক্ত করে তোলার জন্য আপনার শরীরের ভেতর গর্ভাশয় তৈরী করে। এই প্রক্রিয়ায় ডিম্বানুর ইমপ্লান্টেশনের প্রস্তুতির জন্য টিসু এবং রক্ত গর্ভাশয়ে নির্গত করে। এই রক্ত এবং টিসু তখন আপনার যোনি দিয়ে নির্গত হয় সাধারণত এ প্রক্রিয়াকে মাসিক বা ঋতুচক্র বলে। এসময় আপনার শরীর থেকে রক্ত এবং টিসু বের হয়ে যায় এবং এটা ৫ থেকে ৭ দিন স্থায়ী হয়। 

health tips bangla

মাসিক চক্র কী ?

আপনার পিরিয়ডের প্রথম দিন থেকে আপনার পরবর্তী পিরিয়ড পর্যন্ত সময়কালকে বলা হয় মাসিক চক্র। সাধারনত মাসিক চক্র ২৮-২৯ দিনের হয়ে থাকে কিন্তু কিছু কিছু নারীর ২১ দিনের সংক্ষিপ্ত মাসিক চক্র ও হয়ে থাকে আবার দেখা যায় কিছু কিছু নারীর ৩৫ দিনের বিশাল ঋতুচক্র ও হয়ে থাকে।

একটি মেয়ে সাধারণত কখন তার প্রথম পিরিয়ড পায়?


সাধারণত প্রথম মাসিক ১০ থেকে ১২ বছরের মধ্যে শুরু হয় । তবে কিছু মেয়েদের ক্ষেত্রে তাড়াতাড়ি অর্থাৎ ১০ বছর বয়সের মধ্যে মাসিক শুরু হয় আবার ১৫ বা ১৬ বছর পর্যন্ত বিলম্বিত হতে পারে । প্রথম মাসিকের বয়স কখনও কখনও নির্ভরশীল হতে পারে কখন তার মায়ের প্রথম মাসিক হয়েছিল তার উপরে । এটি লক্ষ্য করা যায় যে, স্তন এবং পিউবিক চুলগুলি বিকাশের দুই বছর পরে শুরু হতে পারে ।

এক মাসে কতদিন মাসিক হওয়া স্বাভাবিক ? 

মাসিক বা ঋতুচক্র সাধারণত সাধারণত সর্বনিন্ম ৩ দিন ৩ রাত এবং সব থেকে বেশি ১০ দিন ১০ রাত হয়ে থাকে । ১০ দিন ১০ রাত যদি কারও মাসিক হয়ে থাকে তাহলে তার কোন ডাক্তারের নিকট পরামর্শ নেওয়া উচিত । New stories
 
সবশেষে বলব মাসিক একজন নারীর খুবই সাধারণ বিষয় । আমাদের দেশে মাসিক নিয়ে ছেলেদের মজা নিতে দেখা যাই । কিন্তু আমাদের মনে রাখা উচিত মাসিক একটি মেয়েকে মাতৃত্বের স্বাদ প্রদান করে । মাসিক নিয়ে মজা নেওয়া আমাদের কারও উচিত নয় ।

No comments

Powered by Blogger.
close